বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির      দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা      
দেশজুড়ে
মনোহরগঞ্জে আশার প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
আজহারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ক্ষুদ্র‍ঋণ প্রতিষ্ঠান আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আশা মনোহরগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে আশার প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র‍ প্রদান (এমবিবিএস), ফিজিওথেরাপি সেবা, ব্লাড সুগার পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশা মনোহরগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের ডা. মো. মুশফিকুল আরেফিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন।

প্রধান অতিথি বলেন,আশা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে আশার স্বাস্থ্যসেবা ইতিমধ্যে সারা দেশে প্রশংসিত হয়েছে। বিদ্যালয় থেকে ঝরেপরা শিশুদের শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে যুগান্তকারী কাজ করে যাচ্ছে।

এ ছাড়াও ক্ষুদ্র‍ ঋণের প্রকল্পের আওতায় দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা লাকসাম (কুমিল্লা) জেলা ম্যানোজার বিনয় কৃষ্ণ রায়, মনোহরগঞ্জ আঞ্চলিক ম্যানেজার ফজলুল হক।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজিওথেরাপিস্ট মো. আতিকুর রহমান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফয়সাল আহমেদ, সিনিয়র স্ট্যাটিক প্যারামেডিক মোছা. রুমা আফরোজ, ল্যাব টেকনোলজিস্ট সুশান্ত চাকমা, কাউন্সিলর বৈশাখে বিশ্বাস। সঞ্চালনা করেন রিসেপশনিস্ট কাম-কম্পিউটার অপারেটর শাহাব উদ্দিন।

আশা প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরী হবিগঞ্জ জেলার চুনারুঘাট নরপতি গ্রামে ১৯৪৯ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ বৃহত্তম ক্ষুদ্র‍ঋণ প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্র‍ীড়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের আত্ম সামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন খাতে নিরলসভাবে কাজ করে গেছেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি জনহিতকর বরেণ্য সমাজসেবক মৃত্যুবরণ করেন।

আশার প্রতিষ্ঠাতা মরহুম মো. সফিকুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মনোহরগঞ্জ দিশাবন্ধ বাইতুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মনজুরুল করিম।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা
রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল
আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল শিকদার গ্রেফতার
সাভারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ডাক্তারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

সর্বাধিক পঠিত

স্যুটার মান্নান হত্যা মামলার আসামি জুয়েল আটক
গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close