সোনারগাঁওয়ে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
মীমরাজ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম

ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এ সময় আরো ২ জন আহত হয়।
নিহতরা হলেন- কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) ও কাকলী আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী। তারা কাচঁপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করেন এবং কাচঁপুর সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
নিহত অটোরিকশা চালক অটোরিক্সা চালক আনিসুর রহমান (২৩)। তিনি রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, কাচঁপুরে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উলটোপথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
কেকে/এএম