বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫,
৩০ মাঘ ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: রোগীর ‘গলা কেটে’ ডাক্তারের উপহার      পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি      আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ      বাজছে নির্বাচনি দামামা      আকাশপথের ভাড়া নিয়ে বিমান মন্ত্রণালয়ের পরিপত্র জারি      নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার: আসিফ মাহমুদ      সব্যসাচী স্টলে আক্রমণের নিন্দা-প্রতিবাদ জানিয়ে ২০৫ নাগরিকের বিবৃতি      
গ্রামবাংলা
আক্কেলপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩
সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট)
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৪ পিএম  (ভিজিটর : ৪৫৫)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে একটি প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকা তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কতোয়ালী থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর সঙ্গীয় ফোর্স পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় সড়কে তল্লাসী চৌকি বসিয়ে সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়।

এ সময় প্রাইভেট কারের সামনে থাকা একজন দ্রুত লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে থানায় নিয়ে এসে তল্লাসী করলে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারী নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট গুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর উপজেলার চিয়ারীগ্রামে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলেন, আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রামের আজিজার প্রামানিকের ছেলে আব্দুর রশিদ (৪৬), দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া নওদা পাড়ার হবিবর রহমানের ছেলে নাজমুল (২৭) একই এলাকার ফিরোজ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩০)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে মাদক আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাসী চৌকি বসিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসলে তল্লাসী করলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধ মামলার প্রক্রিয়া চলছে। এর আগে বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

কেকে/এএম





মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রোগীর ‘গলা কেটে’ ডাক্তারের উপহার
পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি
আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ
বাজছে নির্বাচনি দামামা
শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেফতার

সর্বাধিক পঠিত

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বহিষ্কার হলেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া
ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার ১০
ছুটি কাটিয়ে আর কর্মস্থলে ফিরেনি এডিসি আখতার
সুন্দরগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন পর চালু হলো আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝