সিলেটে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবার বড় চালানসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তদের কাছ থেকে ৪ হাজার ৩৮২ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানার খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ সোলেমান আহমদ (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশ। তিনি জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।
এছাড়া বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকা থেকে ২ হাজার ১৮২ পিস ইয়াবাসহ আব্দুল মুতলিব (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব।
আটককৃত আব্দুল মুতলিব জকিগঞ্জ থানার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে। এছাড়া জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াগ্রামের অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তারেক আহমদ (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২০০শ পিস ইয়াবা। সে নোয়াগ্রামের নুরুল ইসলামের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোর্পদ করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
কেকে/এএম