সিট ফাঁকা রেখেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বছরের গুচ্ছ ভর্তি কার্যক্রম সমাপ্ত করায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গুচ্ছ ভর্তিচ্ছুক কিছু শিক্ষার্থী আগামীকাল (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিবেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক মমিনুন্নেসা মহিলা কলেজের এক শিক্ষার্থী রাহা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গ্রুপে ফেইসবুক পোস্টে জানান, ‘কাল আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গনবিজ্ঞপ্তির জন্য স্বারকলিপি দিতে যাবো। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ৫টা সিট এর জন্য গনবিজ্ঞপ্তি দিচ্ছে সেখানে নজরুল বিশ্ববিদ্যালয় কেন আমাদের প্রাপ্য সিট থেকে বঞ্চিত করবে? ভর্তি প্রক্রিয়া গনবিজ্ঞপ্তি তে ১ দিন এ সম্পূর্ণ করা যায়। এতে করে আমারা অপেক্ষামান শিক্ষার্থী রা পাবলিক এ পড়ার সুযোগ পাব।’
সকলের সাহায্য চেয়ে তিনি আরো জানান, ‘কাল আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আপু, ব্যাচমেট সবার সাহায্য প্রয়োজন। আপনাদের একটু হেল্প এর কারণে আমার মতো অনেক ছাত্র ছাত্রী তাদের প্রাপ্য সিট পাবে। আপনাদের হেল্প ছাড়া কিছু সম্ভব না। আমরা যারা নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং এ আছি তারা কাল ১০টায় বিশ্ববিদ্যালয় এ উপস্থিত থাকবো। আপনারাও আমাদের যোক্তিক দাবি আদায় ও পূরণে সাহায্য করবেন। এতে করে আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আমাদের বহু অভিভাবক আশা ধরে আছে।’
কেকে/এমএস