ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. ফারুক আহম্মেদ মোল্লা, জাজিরা (শরীয়তপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম আপডেট: ০৯.০১.২০২৫ ৪:৪৫ পিএম

ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন । ছবি: প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাজিরা থানা ভবনের পিছনে তার যে বাসভবন রয়েছে সেখানে একটি গ্রিলের সাথে তার মরা ধরে ঝুলতে দেখা যায় বলে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ‘দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ সুপারসহ অন্যান্যরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশ হসপিটালের ডাক্তার মনিরুল ইসলাম জানান, ‘মরা দেহটি এখনো গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঢাকা থেকে ফরেনসিক টিম আসার পরে ঝুলন্ত মরাদেহ নামানো হবে।’
কেকে/এমএস