সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
শিক্ষা
ছাত্রদের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে চর্চা করতে হবে: অধ্যাপক ড. শাহ মিয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অধ্যাপক ড. শাহ জে মিয়া বলেছেন, ছাত্রদের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে চর্চা করতে হবে। তরুণ সমাজকে এআই সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করতে হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রিপলি বিভাগে হিউম্যান অ্যান্ড মেশিন ব্যালেন্স সেমিনারে প্রধান বক্তা হিসেবে প্রফেসর ড. শাহ মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জন উপস্থিত ছিলেন। এর আগে ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) ‘আর্থিক রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক এক সেমিনারে আর্থিক খাতের পুনর্গঠনে এআই’র ভূমিকা সম্পর্কে মূল বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখেন।

হিউম্যান এবং মেশিনের মধ্যে যে ব্যালেন্স দরকার তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছাত্রদের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে আরো বেশি জ্ঞান রাখতে হবে। ভবিষ্যতে এসব বিষয়ে অনেক চর্চা করতে হবে। তরুণ সমাজকে এআই সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করতে হবে।

অধ্যাপক শাহ মিয়া অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের নিউক্যাসল বিজনেস স্কুলে বিজনেস অ্যানালিটিক্সের অধ্যাপক, ব্যাচেলর অব বিজনেস অ্যানালিটিক্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং অ্যালামনাই এনগেজমেন্টের পরিচালক। এর আগে শাহ মিয়া মেলবোর্নের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়; সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়; গ্রিফিথ বিশ্ববিদ্যালয়; এবং কুইন্সল্যান্ডের জেমস কুক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিগ ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, ডিজাইন সায়েন্স রিসার্চ মেথডোলজিস, মোবাইল অ্যাপস ডিজাইন, স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত সহায়তা উন্নয়ন এবং ইন্টারনেট অফ থিংস সক্ষম প্রযুক্তি গ্রহণের মতো বিষয়গুলিতে গবেষণা করেছেন।

অধ্যাপক মিয়া ২০০ টিরও বেশি প্রকাশনা প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে গবেষণা বই, জার্নাল নিবন্ধ, এবং রেফারি কনফারেন্স নিবন্ধ। তার অসাধারণ কাজ জার্নাল অব দ্য অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস, জার্নাল অব দ্য অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড পিপল এবং নলেজ-ভিত্তিক সিস্টেমের মতো ক্ষেত্রের শীর্ষ-স্তরের আউটলেটগুলিতে প্রকাশিত হয়েছে। তিনি অস্ট্রেলিয়ান ব্যবসায়িক শিল্পে বিভিন্ন পরামর্শ এবং সমস্যা সমাধান গবেষণা কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে সক্রিয়ভাবে জড়িত।

অধ্যাপক শাহ মিয়া ৪০ টিরও বেশি পিএইচডি গবেষণাপত্র পরীক্ষা করেছেন। এখন পর্যন্ত ১৫টি পিএইচডি ডিগ্রি সমাপ্তির সফলভাবে তত্ত্বাবধান করেছেন এবং বর্তমানে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে ১৪টিরও বেশি পিএইচডি প্রকল্প তত্ত্বাবধান করছেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন
২০ জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস
অবৈধ্য অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তৎপরতা চাই
বোদায় বিএনপির ৩১ দফা'র লিফলেট বিতরণ

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close