মাদ্রাসা ও মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির হার সমপরিমাণ করার এবং ২০২৫-এ মাধ্যমিকে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ৪০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্কুল শিক্ষিকা ফেরদৌসী বেগম বলেন, ‘২৫ শতাংশ বৃত্তি প্রদানের সিদ্ধান্তে মাধ্যমিকের বহু মেধাবী শিক্ষার্থীই বঞ্চিত হবে; যা কোনোভাবেই কাম্য নয়।’
রিভারভিউ স্কুলের শিক্ষক জুলফিকার আলী বলেন, ‘বর্তমানে মাদ্রাসাগুলোতে মৌলবাদের ছায়া দেখা যায়; যা অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনভাবেই কাম্য নয়। কোমলমতি শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে মাদ্রাসা ও মাধ্যমিক উভয় ক্ষেত্রেই সমপরিমান বৃত্তি দেওয়া হোক।’
মানববন্ধনে বলা হয়, ‘মাদ্রাসা শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৪০ শতাংশ এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ২৫ শতাংশ করাটা বৈষম্যমূলক। এ বৈষম্যের ফলে সাধারণ শিক্ষার্থীরা মাদ্রাসার দিকে ঝুকে পড়বে, মেধার সঠিক মূল্যায়ন হবে না।’
তাই, দ্রুত মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪০ শতাংশ বৃত্তি প্রদানের জোর দাবি জানান তারা।
কেকে/ এমএ