বাংলাদেশের কৃষি ক্লাস্টারের আওতাভুক্ত নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (অনার্স) ভর্তি পরীক্ষার তারিখ ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ক্লাস্টারভুক্ত ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাউ)। ভর্তি আবেদন শুধুমাত্র নির্ধারিত অনলাইন পোর্টাল acas.edu.bd–এর মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর ২০২৫ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফরম পূরণ ও ফি পরিশোধ সম্পূর্ণভাবে এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে।
ভর্তি যোগ্যতা, আবেদনের নিয়মাবলি, পরীক্ষার নির্দেশনা এবং অন্যান্য সকল তথ্য ওয়েবসাইটে বিস্তারিতভাবে পাওয়া যাবে। আবেদন বা ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যায় প্রার্থীরা ই-মেইল করতে পারবেন: [email protected]।
এ বছর কৃষি ক্লাস্টারের মোট ৩,৭০১টি আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা নিম্নরূপ—
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ১,০০৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়: ৫১০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭০৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪৫২
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২৭৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ৪৩১
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: ৯০
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: ৮২
ভর্তি পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীদের সরকারি পোর্টালে নির্দেশনা মনোযোগসহকারে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
কেকে/ এমএস