রাজধানীর পল্লবীতে গ্রামীণ শিক্ষার উদ্যোগে একাদশ শ্রেণির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১০০ গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শহীদ জিয়া মহিলা কলেজে বই বিতরণের উদ্বোধন করেন কলেজের সভাপতি ও পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসাইন খান।
কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রামীণ শিক্ষার শিক্ষা কর্মকর্তা সরোয়ার হোসেন তালুকদার।
কলেজের সভাপতি ও পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসাইন খান বলেন, তোমরা নিয়মিত ক্লাস করবে এবং সমাজে বিশৃঙ্খলা করবে না। আমি ধন্যবাদ জানাই শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য। গ্রামীন শিক্ষা সবসময় শিক্ষা নিয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন, গ্রামীন শিক্ষা এ পর্যন্ত অসংখ্য কাজ করে আসছে। এছাড়া বিভিন্ন মানবিক কর্মসূচিতে বই বিতরণ করা হয়, বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। আপনারা সবাই ভালো মানুষ হিসেবে শিক্ষিত মানুষ হিসেবে অসহায়দের পাশে দাঁড়াবেন। এছাড়া বিভিন্ন স্তরের অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। ভবিষ্যতে নতুন বাংলাদেশ তার হাত ধরেই এগিয়ে যাবে।
কেকে/ আরআই