জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।
সারা দেশের ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের ২ লক্ষ ২৮ হাজার ২২৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results) এই ফলাফল বৃহস্পতিবার রাত ৮টা থেকে পাওয়া যাচ্ছে।
প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কেকে/ এমএ