ইতর আলি। স্থায়ী নিবাস কুমিল্লা। পোংটামিতে ওস্তাদ (দুষ্টু)। সংক্ষেপে সবাই তাকে ইতর বলে ডাকে। ইতর এক দিন ডাক্তারের কাছে গেল। অনেক সময় বসার পর ডাক্তারের চেম্বারের ভেতরে ডাক পড়লো।
ডাক্তার : কেমন আছেন?
ইতর : অত ভালো নেই ডাক্তার বাবু।
ডাক্তার : বলুন তো, সমস্যা কী আপনার?
ইতর : বয়স তো কম হলো না। ৪০ ছুঁইছুঁই। সমস্যা হলো কোনো বাচ্চাকাচ্চা হচ্ছে না।
ডাক্তার : তা আপনি একা আসছেন কেন? আপনার বউ কই? বউকে আনলেন না কেন?
ইতর : এইখানেই তো সমস্যা ডাক্তার বাবু। এখন পর্যন্ত বিয়ে করতে পারলাম না। বউ-ভাগ্য নেই আমার কপালে।
ডাক্তার : আপনি কি ইতরামি করতে আসছেন। বউ নেই বাচ্চা চাচ্ছেন। ফাইজলামোর একটা সীমা থাকে। বের হন। এজন্য আপনাদের অন্য জেলার লোকজন ইতর বলে।
কেকে/ এমএস