চোখের পিরিতে বসো
পান ও পালঙ্কে খুলে চুপচাপ শুয়েপড়
ধীরে ধীরে কেউ যেন না পায় টের।
ঢের বিরোধ শেষে তোমার প্রস্থানে দাঁড়িয়েছি
উড়ে না যায় যেন- কোনো নির্ঘুমের পাখি
পালকের ওমে নির্ভয়ে ঢুকে যাও এই পশমে পশমে
আজ স্নো-ফল হবে রাতভর
রাতভর তোমার চোখের ওপর টুপটাপ ঝরে যাবে ফুল।
ধীরে ধীরে, শব্দ করো না, ভয় পেও না
এই ঘুম মৃত্যু নয় মৃত্যুরও অধিক
কান্না করো না
কোমল ও করুণ হয়ে যাও
দ্যাখো,
রুমঝুম শব্দের ভেতর বসে আছে কত পরিচিত অন্ধকার।
কেকে/এমএ