বাংলাদেশের প্রখ্যাত এক বাউল শিল্পী। ছদ্মনাম কাবুল সরকার। তার এক শিষ্য ছদ্মনাম নাইম সরদার। শিষ্য এক দিন গুরু কাবুল সরকারকে বলেন—
নাইম সরকার : গুরু বাবা, সেদিন আপনি সিংগাইর আসরে বলেন- অনেক সময় মানুষের হাসি নাকি অমূল্য হয়? আমি বিষয়টি বুঝতে পারিনি গুরু। একটু খোলাসা করে বলবেন।
বাউল কাবুল সরকার : ধর তুই তোর প্রেমিকারে নিয়া লংড্রাইভে গাবতলি থেকে আরিচা গিয়া ৩০০০ টাকা খরচ করলি। পদ্মায় নৌভ্রমণে ৫০০০ টাকা উড়ালি। তারপর ঢাকা ফিরে হোটেল সোনারগাঁওয়ে খাওয়া-দাওয়া করলি ৫০০০ টাকা। ওই হোটেলে ২০,০০০ টাকা দিয়া রুম বুক করে প্রেমিকারে নিয়া ঢুকলি। তারপর যখন আরাম করতে গেলি তখন প্রেমিকা বললো- “সরি জান। আজ আমার পিরিয়ডের ২য় দিন চলছে।” তখন তারে খুশি করতে তুই কি করবি? তখন প্রেমিকার মন রক্ষা করতে অনিচ্ছা সত্ত্বেও যে হাসিটা দিবি ওটাই হলো- অমূল্য হাসি...
কেকে/ এমএস