একটি বেসরকারি ব্যাংকের এমডি। নাম মোশাহেদ হোসেন। তার পিএ মি. আরশাদ আলি। এ বাহানা ও বাহানা করে আরশাদ আলি প্রায়ই ছুটি কাটায়। সেদিন স্যারের সামনে ছুটি চাওয়ার সাহস না পেয়ে এমডি স্যারকে এসএমএস করল-
পিএ আরশাদ আলির এসএমএস : ‘স্যার, আমি খুবই অসুস্থ। আজকে অফিসে আসতে পারব না।’
এমডি মোশাহেদ হোসেনের এসএমএস : ‘আমি অসুস্থ বোধ করলে আমার বউকে খুব আদর করি। তুমিও এটা করে দেখতে পারো। দেখবে সুস্থ হয়ে গেছো। আমাকে জানিও কিন্তু।’
পিএ আরশাদ আলির এসএমএস : ‘জি স্যার, আমি অবশ্যই জানাবো। আপনার নির্দেশ কী অমান্য করতে পারি?’
বিকাল ৩টা দিকে পিএ আরশাদ আলি বসকে এসএমএস করে-
পিএ আরশাদ আলির রিপলাই এসএমএস : ‘স্যার আমি এখন অনেক সুস্থ বোধ করছি। আপনার কথা মতো আপনার বউকে মজা করেই আদর করেছি। খুবই ভালো লাগলো। খুবই চমৎকার মেয়ে আপনার বউ। আমিও একদম সুস্থ হয়েছি। আগামীকাল অফিসে দেখা হবে।’
কেকে/ আরআই