বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
বেগম রোকেয়া
ফসল উৎপাদনে সফল জাহানারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম
জাহানারা বেগম

জাহানারা বেগম

জাহানারা বেগম। তিনি পশ্চিম সমশ্চুড়া আইপিএম ক্লাবের একজন সদস্য। নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া আইপিএম স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন ২০০৪ সালে। শিক্ষাগত যোগ্যতায় তিনি ৭ম শ্রেণি পাশ। দারিদ্র্যের কারণে তিনি পড়াশোনায় বেশিদূর এগোতে না পারলেও আইপিএম প্রশিক্ষণ গ্রহণের পর কৃষিক্ষেত্রে এগিয়েছেন অনেক দূর। 

বসতভিটায় সমন্বিত বাগান ব্যবস্থাপনার মাধ্যমে সবজি উৎপাদন, এডাব্লিউডি ও এসআরআই পদ্ধতি সহ অনেক আধুনিক পদ্ধতিতে ধান ও সবজি উৎপাদন করে তিনি এলাকার অনেকের অনুকরণযোগ্য এবং প্রশংসার পাত্রী হয়ে উঠেছেন। সেইসঙ্গে সংসারে ফিরিয়ে এনেছেন সমৃদ্ধি ও দূর করেছেন আর্থিক অনটন। 

আইপিএম স্কুলে প্রশিক্ষণ শেষে গৃহবধু জাহানারা নিয়মিত ভাবে কৃষি কাজে জড়িয়ে পড়েন। সমশ্চুড়া উচু এলাকা হওয়ায় সেচের পানির সংকটের কারণে তিনি সবজি চাষকেই প্রাধান্য দেন। তিনি তার বসত বাড়ির পার্শ্বে মাত্র ২০ শতাংশ জমি নিয়ে শুরু করেন মৌসুমী সবজির চাষাবাদ। এক্ষেত্রে তিনি প্রয়োগ করেন আইপিএম পদ্ধতিতে বিষমুক্ত সবজী উৎপাদন প্রযুক্তি, সুষম সার বিশেষ করে গুটি ইউরিয়া ব্যবহার, ফেরোমন ফাঁদ ব্যবহার, সাশ্রয়ী সেচ পদ্ধতিসহ তার ট্রেনিং লব্ধ সকল জ্ঞান। এক্ষেত্রে তার স্বামী তাকে উৎসাহ ও সকল প্রকার সহযোগিতা প্রদান করেন। 

প্রতি মৌসুমেই তার উৎপাদিত বেগুন, কুমড়াজাতীয় ফসল (করলা, ঝিঙ্গা, লাউ, চালকুমড়া ইত্যাদি), পুঁইশাক, পাটশাক প্রভৃতি স্থানীয় বাজারসহ আশেপাশের বাজারে বিক্রি শুরু হয়। আসে উল্লেখযোগ্য মুনাফা এবং ধীরে ধীরে পাল্টাতে থাকে তার জীবনমান। নতুন টিনের ঘর ওঠে এবং আসে বিদ্যুৎ ও আধুনিক জীবনযাত্রার সামগ্রী। জাহানারার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক কৃষাণী কৃষি অফিসের সহযোগীতায় আইপিএম এবং আইএফএমসি প্রশিক্ষণ গ্রহণ করে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন শুরু করে। ২০১৬ সালে আইএফএমসি প্রকল্পের মাধ্যমে উপজেলা কৃষি অফিস হতে ঐ এলাকায় একটি বিজনেস স্কুল স্থাপন করা হলে জাহানারাসহ ২৫ জন কৃষাণী একত্রে বাজার সংযোগ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। 

পরবর্তিতে জাহানারার নেতৃত্বে শুরু হয় সমকালীন চাষাবাদ। কয়েকজন মিলে একত্রে একই জাতীয় ফসল উৎপাদনের এক অভিনব প্রক্রিয়া যার ফলে বীজ প্রাপ্তি, চাষ, অন্তরবর্তীকালীন পরিচর্যা, ফসল সংগ্রহ ও বিপণন সহজতর হয়ে উঠে। বিপণন সহজতর করতে ও ন্যায্য দাম প্রাপ্তির কথা ভেবে তৈরি হয় ছোট ছোট কালেকশন পয়েন্ট। নির্দিষ্ট ফসলের কালেকশন পয়েন্টে নির্দিষ্ট দিনে জমা হয় গ্রুপকরে উৎপাদিত ফসল এবং এখান থেকেই আড়তদাররা ন্যায্য দামে কিনে নিয়ে যান আইপিএম পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ ফসল। 

এখন পশ্চিম সমশ্চুড়া এলাকার অনেক কৃষক পরিবারের জীবন ও জীবিকার মান-এর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। জাহানারার মত কৃষাণি এবং আইপিএম এর মত আধুনিক ও নিরাপদ প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন পদ্ধতি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে নালিতাবাড়ীর অন্যান্য ইউনিয়নে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ফসল উৎপাদন   সফল   জাহানারা বেগম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close