ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাটা-পুঁতো ধার কেটে জীবিকা নির্বাহ করে জীবন চালাচ্ছেন আবু সেখ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে দেখা যায় আবু মিয়া পাটা-পুঁতোতে ধার কাটচ্ছেন।
আবু সেখ বলেন, ‘আধুনিক যন্ত্রপাতি কারণে কেউ আর আগের মতো পাটা-পুঁতো ধার কাটতে চায় না। ৮০-৯০ দশকে প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহার হতো পাটা-পুঁতোর।কিন্তু সমায়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে এর ব্যবসা। বয়সের কারণে আগের মতো চলতে পারিনা। বয়স এখন ৬৫টির মতো। সরকারি কোন সুযোগ সুবিধা পাইনা। আবার গ্রামে গ্রামে ঘুরে পাটা-পুঁতো ধার কাটতে পারি না।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৪০-৪৫ বছর ধরে এই পেশায় সাথে জড়িত। বাবাও এই কাজ করতেন। কিন্তু সব মিলে ভালো নেই।’
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্ত্তী বলেন, ‘পাটা-পুঁতোতে ধার কাটা এখন আর দেখা যায় না। কিন্তু ৯০ দশকে বিভিন্ন এলাকায় পাটা-পুঁতোতে ধার কাটতে দেখা যেতো। বিভিন্ন কারণে অনেকে পেশা পরিবর্তন করে অন্য পেশা বেছে নিয়েছেন।
কেকে/বি