রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: পিআর আন্দোলন জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ      পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ      পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা      নির্বাচন প্রলম্বিত করতে পরিস্থিতি অস্থির করা হচ্ছে : শামসুজ্জামান দুদু      তিন দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ      সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, সংশয় থাকবে কেন : সালাহউদ্দিন      নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে      
ইতিহাস ও এতিহ্য
অস্তিত্ব সংকটে বানারীপাড়ার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একসময় নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক বস্তু হিসেবে মাটির তৈরি থালা, বাসন, হাড়ি, পাতিল, ঘটি, বাটি, খেলনা ইত্যাদি ব্যবহার করলেও আধুনিকতার ছোঁয়ায় বিপন্ন হতে বসেছে বরিশালের বানারীপাড়া পৌরসভার পালপাড়া (কৌড়াবাড়ি) গ্রামের ঐতিহ্যবাহী মৃৎশিল্প।

বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডে প্রায় শত বছরের ঐতিহ্য বহন করা মৃৎশিল্প কালের বিবর্তনে আজ বিলুপ্তির পথে। দেশ ডিজিটাল যুগে পদার্পণ করায় এ্যালুমেনিয়াম, মেলামাইন ও প্লাষ্টিক ব্যাবহারের হার ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি মৃৎশিল্পের সাংসারিক বিভিন্ন ধরণের উপকরণের ব্যাবহার। যার ফলে বানারীপাড়া উপজেলায় চরম অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্প।

এক সময় বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক শত পাল পরিবার প্রত্যক্ষভাবে এ শিল্পের সাথে জড়িত ছিল। আধুনিকতার ছোঁয়ায় কালের পরিক্রমায় মাত্র ২/৩টি পরিবার তাদের পূর্বপুরুষদের এ পেশাকে ধরে রেখেছেন অনেক কষ্টে। বানারীপাড়ার পালদের তৈরি মৃৎ শিল্পের সুনাম ও সুখ্যাতি ছিল এক সময় দেশব্যপী।

পালপাড়া(কৌড়াবাড়ি) এই মৃৎশিল্পীদের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, তারা উঠানে বসে মাটির তৈরি বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি করছেন। বানারীপাড়ার পৌর শহরের ৫নং ওয়ার্ডের কুন্দিহার গ্রামের ঐতিহ্য পাল বংশ নিশ্চিহ্ন হয়ে এখন মাত্র তিনটি পরিবার রয়েছে। এখানে নারায়ণ চন্দ্র পাল,লক্ষী পাল ও কাঁলাচান পাল স্ত্রী-সন্তানদের নিয়ে বাপ-দাদার পুরণো এ পেশাকে ধরে রেখেছেন। শের-ই বাংলার চাখার ইউনিয়নের চাউলাকাঠি ও কালির বাজার গ্রামে রয়েছে মাত্র ৩/৪টি পরিবার। যেখানে একসময় শতাধিক পাল পরিবার ছিল। চাউলাকাঠি ও কালির বাজার গ্রাম দুটি সন্ধ্যা নদীর কড়াল গ্রাসের শিকার হওয়ায় সবকিছু হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছে পাল পরিবার গুলো।

নারী-পুরুষের সমন্বয়ে পানি ও মাটি মিশিয়ে নরম করে মাটির জিনিস তৈরির উপযোগি করে চাকার সাহায্যে যাবতীয় মৃৎ শিল্প তৈরি করা হয়। এর পর রোদে শুকিয়ে জলন্ত চুল্লীতে দিয়ে তা পোড়ানো হয়। বানারীপাড়ার পালদের তৈরিকৃত তৈজসপত্রের মধ্যে রয়েছে হাড়ি, পাতিল, কলস, কড়াই, চাড়িয়া, ল্যাম্পদানি, ফুলদানি প্রভৃতি। এছাড়া হিন্দুদের ঐতিহ্যবাহী পুজা মন্ডপ ও মন্দিরের দুর্গা প্রতিমা সহ যাবতীয় মুর্তি তৈরী করেন তারা। বর্তমানে পালরা মুলত, সনাতন ধর্মালম্বীদের যাবতীয় প্রতীমা (মুুর্তি) তৈরী করে কোন রকমের জীবন জীবিকা নির্বাহ করছেন। ফলে মৃৎশিল্পের নিপূন কারিগররা তাদের পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বানারীপাড়ার গাভা গ্রামের প্রবীন গৌরাঙ্গ পাল জানান, কোন মতে তারা তাদের আদি পেশাকে ধরে রেখেছেন। বানারীপাড়া, উজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন হাট-বাজারে তৈরীকৃত মৃৎশিল্প বিক্রি করে দু’মুঠো ডাল-ভাত খেয়ে কোন রকমের জীবন যাপন করছেন তারা।

কুমার পরিবারগুলোর নেই কোন আধুনিক মেশিন ও সরঞ্জাম। এদিকে পূর্ব পুরুষদের এ পেশাকে নিম্নমানের পেশা মনে করে অনেকেই অন্য পেশায় নিয়োজিত হয়েছেন। তবে সরকারি বা কোনও দাতা সংস্থার পৃষ্ঠপোষকতা পেলে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে চান এখানকার মৃৎশিল্পীরা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  বানারীপাড়া   মৃৎশিল্প  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজনগরে অর্ধশতাধিক নারী বিএনপিতে যোগদান
পরিত্যক্ত ভবন, বিশুদ্ধ পানির অভাব—দুর্বিষহ জীবন সোনাইমুড়ী থানা পুলিশের
খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন
যে ইসি’র শাপলা প্রতীক দেয়ার সাহস নাই, তার অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না
কেরানীগঞ্জে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সর্বাধিক পঠিত

চৌহালীতে এডিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ
নির্বাচন প্রলম্বিত করতে পরিস্থিতি অস্থির করা হচ্ছে : শামসুজ্জামান দুদু
পিংনা নূরানী তা’লীমুল কুরআন মাদরাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
নিয়ামতপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত
কাপাসিয়ায় পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close