বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, “বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান আমৃত্যু লড়াই করেছেন। তার সুযোগ্য সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন, জেল খেটেছেন। তারেক রহমানও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের সেই লড়াই-সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।”
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী অগ্রাধিকার সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন প্রমুখ।
কেকে/ আরআই