বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      
দেশজুড়ে
কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম আপডেট: ২৬.১১.২০২৫ ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-০৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচ বারের এমপি ও মন্ত্রী, সাবেক হুইপ, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার, বিকৃত ভিডিও বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।

মুরাদনগরের সাবেক ফ্যাসিস্ট এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও উপদেষ্টা আসিফ মাহমুদের সহযোগিতায় ‘গোমতী টিভি’ নামের ফেসবুক পেইজে রাজিব এসব অপকর্ম করছে বলে অভিযোগ করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, রাজিবের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা এবং অতি দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে সারাদেশে আন্দোলনের হুশিয়ারি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা জানান, কুমিল্লা মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক হইপ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুধু কুমিল্লা নয় সারাদেশেই প্রশংসিত। মুরাদনগরের মানুষের কাছে তিনি শুধু রাজনীতিবিদ নয় মুরাদনগরের আপামর জনতার অভিভাবক। এজন্য সবাই তাকে ভালবেসে ‘দাদাভাই’ বলে ডাকে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইয়ের ঘাঁটি খ্যাত মুরাদনগরে দাদার বিকল্প কেউ নেই। জনগণের কাছে তিনি এতই জনপ্রিয় যে মুরাদনগরের জনগণ বিপুল ভোটে দাদাকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত করেছে।

তারা আরও বলেন, জনপ্রিয় তাই শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার একমাত্র অপরাধ যার কারনে আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে গুলি করে হত্যা করে ব্রিকফ্লিডে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। আওয়ামী লীগ ২১ আগষ্টের গ্রেনেড হামলা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভালবাসায় দাদাভাই যখন দেশে ফিরলেন তখন থেকেই আওয়ামী লীগের সাবেক অবৈধ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া মিলে ধর্ষণ মামলার আসামি মাদকাসক্ত রাজিব আহমদকে দিয়ে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাই এবং বিএনপি ও বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে একের পর এক বিকৃত ভিডিও ও মিথ্যাচার করে আসছে। বিশেষ করে মুরাদনগরে বিএনপির জনপ্রিয় ইউনিয়ন নেতাদের টার্গেট করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে ভিডিও তৈরি করে তার ফেসবুক আইডি এবং তার ব্যবহৃত বিভিন্ন ফেইক আইডিতে কুৎসা রটায় এবং সমাজের সম্মানিত ব্যাক্তিদের মানহানি করে।

তারা আরও যোগ করেন, ইতোমধ্যে তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি মামলাও রয়েছে। অবাক করা বিষয় হল পুলিশ তাকে আটক না করে আদালতে তার পক্ষেই কয়েকটি মামলায় প্রতিবেদন দাখিল করেছে। পুলিশের এ সহযোগিতার কারনেই রাজিব আরও বেপরোয়া হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাকে উচ্চারণ অযোগ্য ভাষায় গালাগালি করে ভিডিও বানিয়ে ফেসবুক প্রচার করে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইকে জড়িয়ে মাদকাসক্ত রাজিব একের পর এক মিথ্যাচার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানি করছে। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার দাদা ছিলেন দেশবরেণ্য আলেমে দ্বীন।

নেতাকর্মীরা বলেন, মুরাদনগরের সর্বস্তরের জনগণের শ্রদ্বা ও আবেগের নাম কাজী পরিবার। অথচ এ পরিবার ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নাম বিকৃত করে একের পর এক ভিডিও বানিয়ে সারাদেশে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা এবং তার পরিবারের মানহানি এবং বিএনপির মানহানি করলেও ডজন খানেক মামলার আসামি রাজিব আহমেদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। যার ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে আরও বিশ্রি ও ব্যাক্তি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নাম বিকৃতভাবে উল্লেখ করে জনগণের মাঝে দাদাভাইয়ের সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া তৈরি করছে। এহেন অবস্থায়ও প্রশাসন নিরব। শুধু তাই নয় আমরা আমাদের আইনজীবী বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিকসহ পুলিশ সুপার নাজির আহমেদ খানকে রাজিবের অপকর্ম সম্পর্কে অবহিত করলেও পুলিশ সুপার কোন ব্যবস্থা নেয়নি। বিষয়টি স্পষ্ট যে পুলিশ সুপার ও মুরাদনগরের দুই থানার ওসির সার্বিক সহযোগিতায় মাদকাসক্ত রাজিব এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

তারা অভিযোগ করে বলেন, বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ও সাবেক ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার মত একজন বর্ষীয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার ও বিকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে মানহানি করার পরেও যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে কি আমরা ধরে নেব! সরকারের উপদেষ্টা পর্যায়ের কারো ইশারায় এহেন অপকর্ম চলমান?

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান মাহমুদ, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক আবদুর রহিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রায়হান, বিএনপি নেতা মুখলেছুর রহমান হিরন এবং সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম বাবু।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  কায়কোবাদ   বিএনপি   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু
বাংলার বাউল

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close