যশোরের শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, “বেনাপোল স্থল বন্দর থেকে প্রতিবছর সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। অথচ সেই বেনাপোলের মানুষের কোন উন্নয়ন হয়নি। এই এলাকায় হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে মেয়ে রয়ছে। তারা বেকার থাকায় তাদের পরিবার পরিজন অভাব অনটনের মধ্যে রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই বন্দরে, এই উপজেলার ছেলে-মেয়েরা অগ্রাধীকার ভিত্তিতে চাকরি পাবে এবং বন্দরকে আধুনিকায়ন করে গড়ে তুলব।”
সোমবার (২৪ নভেম্বর) বেনাপোল পৌরসভার নামাজগ্রাম দুর্গাপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেনাপোলে একটি আধুনিক হাসপতাল নির্মান করা হবে। সেই সাথে এই স্থল বন্দরকেও আধুনিকায়ন করা হবে। আমি আপনাদের আশ্বস্থ করতে চাই আমি এমপি হলে প্রথমে এই জনপদ থেকে মাদক নির্মুল করা হবে।”
ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বিএনপি নেতা মফিজর রহমান সজন, পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন, সহসভাপতি সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু, আব্দার রহমান, ইদ্রিস মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মেহেরুল্লাহ, সংগঠন সম্পাদক আব্দুল আহাদ, পৌর বিএনপির অর্থ সম্পাদক সামাদ আলি, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।
কেকে/ আরআই