বিএনপির সকল পদ থেকে বহিষ্কার হওয়া রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি ইমান আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি ইমান আলীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৩ নভেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কেকে/ এমএস