ধান পেকেছে, ধান পেকেছে
বাবুই-চড়ুই খুশি!
উদর ভরে খাচ্ছে তারা,
দেখে নাচে তুশী।
কিচিরমিচির ডাকছে পাখি
ধানের ক্ষেতের আলে,
দোয়েল আবার শিস দিচ্ছে
গাছের এক মগডালে।
তুশী এবার বায়না ধরল-
নানার বাড়ি যাবে,
নতুন ধানের পিঠা-পুলি
মজা করে খাবে।
ভোরবেলায় মামি বানাবে
গরম ভাঁপা পিঠা,
খেজুর রসের পায়েস খাবে,
লাগবে ভীষণ মিঠা।
সঙ্গে যাবে বাবুই-চড়ুই,
আরো টিয়া-ময়না,
ট্রেনে চড়ে যাবে তারা,
পূরণ করবে বায়না।
কেকে/এমএ