ব্যাঙ খুলেছে পাঠশালা এক
উজান বিলের জলে,
পাঠশালাতে ব্যাঙের ছানা
চলছে দলে দলে।
কোলাব্যাঙের ছানাগুলো
করছে ঘ্যাঙর ঘ্যাঙ,
মাস্টার মশাই বসে আছে
মেলে দুটো ঠ্যাং।
চশমা চোখে মাস্টার মশাই
মিটির মিটির চায়,
শাপলাপাতায় বসে বসে
নাক ডেকে ঘুম যায়।
ছানাগুলো মনের সুখে
করে ঘ্যাঙর ঘ্যাঙ,
কী পড়ে ছাই যায় না বোঝা
হতচ্ছাড়া ব্যাঙ।
কেকে/এমএ