বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      
দেশজুড়ে
রৌমারীতে সেই অটোগ্যাস ফিলিং স্টেশন সিলগালা করল প্রশাসন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ফিলিং স্টেশনের অটোগ্যাস লাইন ছিদ্র হয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এর সব কার্যক্রম স্থগিতের জন্য সিলগালা করেছে প্রশাসন। 

রোববার (৯ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার থানা মোড় সংলগ্ন এলাকায় ফিলিং স্টেশন সিলগালা করে দুটি নোটিশ লাগানো হয়। 

নোটিশে বলা হয়, ‘মেসার্স বয়েজ উদ্দিন অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশন নামের এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপনের জন্য বিস্ফোরক পরিদপ্তরে ২০২৪ সালের ৩১ জুলাইয়ে প্রাথমিক নকশা অনুমোদন করা হয়।’

নোটিশে উল্লেখ করা হয়, প্রস্তাবিত স্থানে মাটি ভরাট, অফিস ও অন্যান্য স্থাপনা নির্মাণ, কক্ষ নির্মাণসহ গ্যাসাধার ও ডিসপেন্সিং ইউনিট স্থাপনের জন্য প্রাথমিক নকশা অনুমোদন দেওয়া হয় এবং ওই গ্যাসাধারে এলপিজি মজুদসহ মোটরযানে এলপিজি সরবরাহ না করার জন্য শর্ত আরোপ করা হয়। ওই শর্ত অমান্য করে প্রাঙ্গণে স্থাপিত গ্যাসাধারে গত ৩১ অক্টোবরের এলপিজি মজুদসহ মোটরযানে এলপিজি ভর্তি কার্যক্রম শুরু করে। পরে শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮টা ৪০মিনিটে গ্যাসধারের পাম্প ও মোটরের সংযোগ স্থলের অয়েল সেল ফেটে গ্যাস বিস্ফোরণ হয় এবং এলাকায় জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়।

রংপুর সহকারী বিস্ফোরক পরিদর্শক অশোক কুমার দাস জানান, বিস্ফোরক পরিদপ্তরের প্রাথমিক নকশা অনুমোদনপত্রে উল্লেখিত শর্ত ভঙ্গ ও লাইসেন্স গ্রহণ না করেই গ্যাসাধারে এলপিজি মজুদসহ মোটরযানে এলপিজি সরবরাহের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের উপস্থিতিতে অটোগ্যাস স্টেশনের সব কার্যক্রম স্থগিতের জন্য সীলগালা করা হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান বলেন, ‘শর্ত ভঙ্গ ও লাইসেন্স গ্রহণ না করেই গ্যাসাধারে এলপিজি মজুদসহ মোটরযানে এলপিজি সরবরাহের কারণে অটোগ্যাস স্টেশনের সব কার্যক্রম স্থগিতের জন্য সীলগালা করা হয়।’

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মেসার্স বয়েজ উদ্দিন অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশন নামে পাম্পাটির লাইনে হঠাৎ ছিদ্র ধরা পড়ে। সারারাত ধরে বের হয় গ্যাস। এতে আশপাশে আতঙ্কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের একটি দল। কিন্তু গ্যাস নির্গমন তীব্র হওয়ায় নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে শনিবার সকালে ফায়ার সার্ভিসের নলটি ফের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পানি ব্যবহার করে পাম্পের অবশিষ্ট গ্যাস বের করে দেওয়ার সময় আক্রান্ত হন ফায়ার সার্ভিসের তিন সদস্য। তারা হলেন ইউনুছ আলী, সাইফুল ইসলাম ও মোশারফ হোসেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  রৌমারী   অটোগ্যাস ফিলিং স্টেশন   সিলগালা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু
বাংলার বাউল

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close