জীবনের নিরাপত্তা চেয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহরের সোনার বাংলা রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম লিয়াকত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি শ্রীমঙ্গল থানায় অনলাইনে এই জিডি করেন।
আশরাফুল ইসলাম লিয়াকত দৈনিক খোলা কাগজকে বলেন, আমি গত ২৭ আগস্ট সোনার বাংলা রোডে মাদক বিরোধী সমাবেশে কুখ্যাত মাদক কারবারি স্বপন মিয়া ও মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্যের জের ধরে গত ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার সময় শ্রীমঙ্গল শহরের চিত্রালী সিনেমা হলের সামনে হঠাৎ আমার পথরোধ করে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের জানে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয় সোনার বাংলা রোডের কুখ্যাত মাদক কারবারি স্বপন মিয়া।
তিনি আরও বলেন, এসময় উপস্থিত ছিলেন সিএনজি চালক তাজ মিয়া এবং রুহুল আমিন। এ ঘটনার পর থেকে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আমি আশঙ্কা করছি, ওই ব্যক্তি দ্ধারা আমার বড় ধরণে ক্ষতি হতে পারে। তাই ভবিষ্যত নিরাপত্তার জন্য শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
জিডির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ব্যবসায়ী লিয়াকতসহ একটি প্রতিনিধি দল আজ থানায় এসেছিলেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি ওসিকে বলেছি। ব্যবসায়ীরাও আমাদের প্রতি আশ্বস্ত হয়ে ফিরেছেন।
কেকে/ আরআই