বান্দরবান সদর ট্রাফিক মোড়ে খোলা আকাশের নিচে কয়েক দিন ধরে পড়ে থাকা শিশুসহ এক নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার সহায়তায় এগিয়ে এসেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। মানবিক এই কর্মকাণ্ডে জেলার মানুষ শামীম আরাকে সাধুবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ট্রাফিক মোড়ে গিয়ে অসহায় ওই নারী ও তার শিশু সন্তানের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য, পোশাক, শিশু ও মাকে প্রয়োজনীয় চিকিৎসাসহ সব ধরনের সহায়তা ব্যবস্থা করার নির্দেশ দেন।
পরে জেলা প্রশাসক জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে মা ও শিশুদের পুনর্বাসনের উদ্যোগ নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই এক নারী তার দুই শিশু সন্তানসহ বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড়ে ফুটপাতের ওপর প্রায় সময় শুয়ে থাকতো। কখনও আবার ওই নারী শিশুটিকে ফেলে এদিক ওদিক চলে যেত। মানসিক এই নারীর অবস্থা ও শিশুদের এমন চিত্র দেখে অনেকেই হতভম্ব হয়ে পড়ে এবং বিভিন্ন মাধ্যমে তাদের ছবি প্রকাশ পেলে প্রশাসনের নজরে পড়ে বিষয়টি।
কেকে/ এমএ