শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
২৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দেশে বড় অঘটনের শঙ্কা      নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা      বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত      বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন      মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা ও সংকট থেকে মুক্ত করেছেন জিয়াউর রহমান : রিজভী      বৃহস্পতিবারের আলোচিত সংবাদ      ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি      
দেশজুড়ে
বিএনপির পররাষ্ট্রনীতি কোন দেশ নির্ভর নয় : শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:২০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশ নির্ভর নয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বিএনপি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী নয়। এখনও নেই ভবিষ্যতেও এ ধরনের পররাষ্ট্রনীতিতে বিএনপি থাকবে না। বিএনপির পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশনির্ভর নয়। বিএনপির পররাষ্ট্রনীতি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করে। আমাদের কোনো নির্দিষ্ট দেশনির্ভর পররাষ্ট্রনীতি নেই। যে দেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে, বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং সব সময় থাকবে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থ আমাদের আগে, দেশের স্বার্থ সবার আগে। বিএনপির এর বাইরে কিছুই নেই। ভারত যদি আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় এবং অন্য কোনো রাষ্ট্রও যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করে—বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আমাদের দলের পররাষ্ট্রনীতি সহজ, বিএনপি চায় বন্ধু, প্রভু নয়। বিএনপি সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়; কিন্তু কারও অধীন হতে চায় না।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নীতি-নির্ধারককে শ্রদ্ধা জানিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি, এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়, এটি আমার নির্বাচনী এলাকার সব নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।

পরে শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা ও সালথা উপজেলার নেতাকর্মীদের নিয়ে তার বাবা বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   শামা ওবায়েদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে বড় অঘটনের শঙ্কা
নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা
বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে : প্রকৌশলী আহসান হাবীব
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন

সর্বাধিক পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে পর্যটনবান্ধব করে তোলে : নুজহাত ইয়াসমিন
জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close