শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
২৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দেশে বড় অঘটনের শঙ্কা      নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা      বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত      বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন      মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা ও সংকট থেকে মুক্ত করেছেন জিয়াউর রহমান : রিজভী      বৃহস্পতিবারের আলোচিত সংবাদ      ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি      
জাতীয়
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:১৫ এএম আপডেট: ০৭.১১.২০২৫ ১২:২৫ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সাবেক সংসদ সদস্য এবং এ্যাবের আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে স্বাধীনতা আসতো কি না সন্দেহ রয়েছে। 

তিনি বলেন, “জিয়াউর রহমান তার পরিবারকে অরক্ষিত রেখে যুদ্ধ করেছেন। বাংলাদেশে বিএনপি না আসলে এদেশ ভুটান বা কম্বোডিয়ার মতো হতো। শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতায় এসে এদেশের মানুষকে তাদের আত্মপরিচয়ের বাধা সৃষ্টি করেছিল আর হাসিনা ক্ষমতায় এসে তার প্রতিফলন ঘটিয়েছিল।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৬টায় আইইবি’র সেমিনার হলে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫’ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব’র উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা লাভ করলেও আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি নাই। মানুষের আত্মপরিচয় কলুষিত করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় সংহতির মাধ্যমে এদেশে প্রকৃত স্বাধীনতা গঠেছিল।”

তিনি আরো বলেন, “এদেশের মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা, সার্বভৌমত্ব ও আত্মপরিচয়ের সংকট থেকে মুক্ত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, কৃষি যান্ত্রিকীকরণ করেছিলেন। হাসিনা তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হেও করে অনেক বক্তব্য দিয়েছেন। কিন্তু জিয়াউর রহমানের যে অবদান ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ হাসিনা সেটাকে মুছে ফেলতে পারেনি।”

এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন, পিইঞ্জ, সাবেক সচিব, আইইবি’র সাবেক প্রেসিডেন্ট, এ্যাব এর ভারপ্রাপ্ত সভাপতি এবং এ্যাব এর প্রধান উপদেষ্টা, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহবায়ক, বিএনপি মিডিয়া সেল, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আতিকুর রহমান রুমন, আহবায়ক-আমরা বিএনপি পরিবার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, সাবেক সংসদ সদস্য এবং আহবায়ক, এ্যাব। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী কাজী আবুল কাশেম, সদস্য, আহবায়ক কমিটি ও আহবায়ক, আয়োজক কমিটি, এ্যাব। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়, সদস্য, আহবায়ক কমিটি ও সদস্য-সচিব, আয়োজক কমিটি, এ্যাব এবং প্রকৌশলী শফিউল আজম ফাহিম, সদস্য, আহবায়ক কমিটি, এ্যাব।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা লাভ করলেও আওয়ামী লীগ সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে দেয় নাই। এদেশে প্রকৃত স্বাধীনতা এসেছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশ কে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে রুপান্তর করতে চেয়েছিলেন। তিস্তা ব্যারেজ নির্মাণে বিদেশ থেকে প্রকৌশলী আনতে চেয়েছি, কিন্তু তিনি বলেছিলেন আমাদের নিজস্ব প্রকৌশলীদের দিয়েই এই ব্যারেজ নির্মাণ করবো। তিনি এদেশের মেধাবী প্রকৌশলীদের সম্মান করেছেন এবং যথাযথ কাজে লাগিয়েছেন।”
 
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, “বিএনপি শুধু মাত্র একটি রাজনৈতিক দল নয় বরং বিএনপি মানবিক দল। বাংলাদেশ যতবার ক্রান্তি কালে পড়েছে ততবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এগিয়ে এসেছে। ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস এদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম কথাটি লিপিবন্ধ করেছিলেন। তিনি ২০২৬ সালের নির্বাচনে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।”

সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে স্বাধীনতা আসতো কি না সন্দেহ রয়েছে। তিনি তার পরিবারকে অরক্ষিত রেখে যুদ্ধ করেছেন। বাংলাদেশে বিএনপি না আসলে এদেশ ভুটান বা কম্বোডিয়ার মতো হতো। শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতায় এসে এদেশের মানুষকে তাদের আত্মপরিচয়ের বাধা সৃষ্টি করেছিল আর হাসিনা ক্ষমতায় এসে তার প্রতিফলন ঘটিয়েছিল।”

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি শুধুমাত্র বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে। তাই এ দিবসটিকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, এ্যাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী আতিকুর রহমান, গণমাধ্যম মিডিয়া উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী মোতাহার হোসেন ও সদস্য-সচিব প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম ও সদস্য-সচিব প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রচার ও আমন্ত্রণ উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নু ও সদস্য-সচিব প্রকৌশলী গোলামা মোস্তফা খান, ডেকোরশন ও কারিগরী সহযোগিতা উপ-কমিটি’র আহবায়ক প্রকৌশলী এইচ এম মইনুল ইসলাম ও সদস্য-সচিব প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বল, শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ কামরুল হাসান খান সাইফুল ও সদস্য-সচিব প্রকৌশলী এস. এম. ফয়সাল মাহমুদ, অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক হাসানুজ্জামান সিদ্দিকী মিঠুল ও সদস্য-সচিব প্রকৌশলী আব্দুল মোমেন তালুকদার প্রিন্স, অর্থ উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী আলিমুল বাহার রিপন ও সদস্য-সচিব প্রকৌশলী মনসুর আহম্মেদ ও যুগ্ম-আহবায়ক প্রকৌশলী মাহাবুব আলমসহ প্রমূখ।

এছাড়াও এ আলোচনা সভায় এ্যাব’র উপদেষ্টা মন্ডলী এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দেশের জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও সারা দেশ থেকে আগত মহান জাতীয়তাবাদী আদর্শের প্রকৌশলীবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করেন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব   প্রকৌশলী তুহিন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে বড় অঘটনের শঙ্কা
নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা
বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে : প্রকৌশলী আহসান হাবীব
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন

সর্বাধিক পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে পর্যটনবান্ধব করে তোলে : নুজহাত ইয়াসমিন
জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close