আজ বৃহস্পতিবার, ৬ নভেম্বর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদগুলো খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ৫২৫ কোটি টাকা লুটপাট, ৬ মামলা
মালয়েশিয়ার শ্রম বাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ৩ হাজার ৩৩১ ব্যক্তির কাছ থেকে সরকার নির্ধারিত অর্থের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে ৫২৫ কোটি ২২ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৬ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে পৃথক ৬ মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- মেসার্স আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক রুহুল আমিন, মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী ও এমডি শাহানা ফেরদৌস, সাদিয়া ইন্টারন্যাশনালের মালিক শামীম আহমেদ চৌধুরী নোমান, ইমপেরিয়াল রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন ও এমডি মো. বদরুদ্দৌজা চৌধুরী, আরআরসি হিউম্যান রিসোর্স সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ও এমডি মো. আলমগীর কবীর এবং থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের সাবেক এমডি আব্দুল্লাহ শাহেদ, পরিচালক মো. জয়নাল আবেদীন ও পরিচালক শামেসের আহমেদ।
২. গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্র্বতী সরকার। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাতে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশে আওতায় গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।’
৩. আওয়ামী লীগের চিঠিতে কোনও কাজ হবে না : পররাষ্ট্র উপদেষ্টা
‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের এই চিঠিতে কোনও কাজ হবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত ব্যক্ত করেন।
৪. ওয়াশিংটনকে সম্মান করতে মামদানিকে পরামর্শ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সফল হতে চাইলে তাকে ওয়াশিংটনের প্রতি সম্মানজনক হতে হবে। তবে তিনি জানিয়েছেন, তার প্রশাসন নতুন মেয়রকে সহায়তা করতে প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে (মামদানিকে) ওয়াশিংটনের প্রতি কিছুটা সম্মান দেখাতে হবে, না হলে সফল হওয়া কঠিন হবে। আমি চাই, তিনি সফল হোন। আমি চাই, শহরটা সফল হোক। পরে তিনি স্পষ্ট করে বলেন, আমি নিউ ইয়র্ক শহরকে সফল হতে দেখতে চাই।
৫. সিলেটের অধিনায়ক মিরাজ
বিপিএল নিয়ে তোড়জোড় শুরু হয়েছে আগে থেকেই। বৃহস্পতিবার চূড়ান্তভাবে জানা গেল বিপিএলের ৫ দলের নামও। এরমধ্যে নতুন দল সিলেটের পাশে যুক্ত হয়েছে টাইটান্স নামটি। ইতোমধ্যে দলটিতে কয়েকজন ক্রিকেটারকে যুক্ত করে ফেলেছে তারা। তাদের মধ্যে দুজন হলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। বাংলাদেশ অলরাউন্ডার মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কত্বও। দলটির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সিলেটের পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন দেশি একজন কোচ। টিম ডিরেক্টর কে থাকছেন সেটিও চূড়ান্ত করে ফেলেছে দলটি। প্রধান কোচ থাকবেন বিদেশি একজন, এমনটি জানা গেছে।
কেকে/ আরআই