শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
২৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দেশে বড় অঘটনের শঙ্কা      নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা      বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত      বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন      মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা ও সংকট থেকে মুক্ত করেছেন জিয়াউর রহমান : রিজভী      বৃহস্পতিবারের আলোচিত সংবাদ      ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি      
দেশজুড়ে
মাসউদ খান
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন মহাসচিব, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, আগামী নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীদের ভোট দিয়ে শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব ঘটাতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ন্যায়বিচার, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের সাহসী তরুণরা আমাদের পথ দেখিয়েছেন। তরুণদের রক্তের পথ ধরে সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারে খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনাল ইনচার্জ অধ্যক্ষ মওলানা শামসুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক, মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) সংসদ পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জেলা শাখার সভাপতি সালমান হোসাইন, শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম ফয়সল।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যের বিকল্প নেই। বিগত ৫৪ বছরে ক্ষমতায় থাকা যেকোনো দলই দুর্নীতি করেছে। ফ্যাসিস্ট শাসনের সময়ে দেশে একদলীয় লুটপাট, খুন-গুম ও অপকর্মের রাজত্ব কায়েম হয়েছিল। কাজেই সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের দেওয়াল ঘড়ি প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

ভোটকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তারা বলেন, অর্থ ও পেশিশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নয়, বিবেকের সঙ্গে ভোট দিতে হবে। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়। দেশে সব দলের শাসন মানুষ দেখেছে, এবার ইসলামপন্থীদের শাসন দেখার পালা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  খেলাফত মজলিস   মাসউদ খান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে বড় অঘটনের শঙ্কা
নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা
বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে : প্রকৌশলী আহসান হাবীব
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন

সর্বাধিক পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে পর্যটনবান্ধব করে তোলে : নুজহাত ইয়াসমিন
জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close