বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন বলেছেন, ‘পরিচ্ছন্নতা একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের পূর্বশর্ত। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে সত্যিকারের পর্যটনবান্ধব করে তোলে।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত পর্যটনে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজেন এবং রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সহযোগিতায় শহরের স্টেশন রোড ও রেলওয়ে প্লাটফর্ম এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন উদ্বোধন করেন নুজহাত ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. বোরহান উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
উপস্থিত ছিলেন রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশনের সভাপতি কুমকুম হাবিবা, সহ-সভাপতি তাপস দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মিয়া, সদস্য শাম্মি আক্তার।
ক্যাম্পেইনে অংশ নেন স্বেচ্ছাসেবক ইশিকা ইশা, মকবুল হোসেন, তারেকুল ইসলাম, আরিফ বক্স, দ্বীপ চক্রবর্তী, সানোয়ার আলী, সাফরান সাদী, মাফী চৌধুরী, নুরুল আমিন, মোহাম্মদ আলী, নাজিম, সবুজ।
স্বেচ্ছাসেবকেরা স্টেশন প্ল্যাটফর্ম, সংলগ্ন সড়ক ও আশেপাশের পর্যটন এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সচেতনতা ও সিংগেল ইউজ প্লাস্টিক পরিহারের বার্তা ছড়িয়ে দেন। প্রায় অর্ধশত তরুণ ক্যাম্পেইনে অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, নাগরিকের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব পর্যটনের ধারণায় উদ্ধুদ্ধ করা ও একটি স্থায়ী স্বেচ্ছাসেবী দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
কেকে/ এমএ