শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
২৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দেশে বড় অঘটনের শঙ্কা      নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা      বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত      বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন      মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা ও সংকট থেকে মুক্ত করেছেন জিয়াউর রহমান : রিজভী      বৃহস্পতিবারের আলোচিত সংবাদ      ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি      
দেশজুড়ে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিপক্ষে অবস্থানকারীরা জাতির শত্রু : দুলু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্নয়ক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিপক্ষে যারা অবস্থান নিবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তা পাড়ের শত্রু।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে জেন-জি লালমনিরহাট আয়োজিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফ্লাসমব প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় দুলু আরও বলেন, ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে সবধর্ম, বর্নের সকল মানুষজন একীভূত হয়েছি। রংপুরের দুই কোটি মানুষ এ আন্দোলনে সরিক হয়েছে। আজ জেন-জি তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে, এতে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।’

‘যেকোনভাবেই হোক- তিস্তাকে একটা ব্যবস্থাপনার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক। সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নানা গরিমশি করছে। সরকারের উপর চাপ রাখতেই আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দিয়ে যাচ্ছি।’

সামনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় সতর্ক করে দুলু বলেন, ‘আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে বলতে চাই, কোনো পরিবেশবাদী বা সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে দুই কোটি মানুষের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান না করে। আশা করি, সরকার অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে দিয়ে এই এলালার মানুষের দীর্ঘদিনের আশা আখাংকা বাস্তবতায়ন করবে।’

উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে তিস্তার তীরবর্তী পাঁচ জেলায় পদযাত্রা, সমাবেশ করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এছাড়া তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচিসহ একাধিক বৃহৎ কর্মসূচি পালন করে তারা। এতে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জেগে ওঠে গোটা দেশ।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  তিস্তা মহাপরিকল্পনা   আসাদুল হাবিব দুলু  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে বড় অঘটনের শঙ্কা
নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা
বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে : প্রকৌশলী আহসান হাবীব
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন

সর্বাধিক পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে পর্যটনবান্ধব করে তোলে : নুজহাত ইয়াসমিন
জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close