বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্নয়ক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিপক্ষে যারা অবস্থান নিবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তা পাড়ের শত্রু।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে জেন-জি লালমনিরহাট আয়োজিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফ্লাসমব প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় দুলু আরও বলেন, ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে সবধর্ম, বর্নের সকল মানুষজন একীভূত হয়েছি। রংপুরের দুই কোটি মানুষ এ আন্দোলনে সরিক হয়েছে। আজ জেন-জি তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে, এতে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।’
‘যেকোনভাবেই হোক- তিস্তাকে একটা ব্যবস্থাপনার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক। সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নানা গরিমশি করছে। সরকারের উপর চাপ রাখতেই আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দিয়ে যাচ্ছি।’
সামনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এ সময় সতর্ক করে দুলু বলেন, ‘আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে বলতে চাই, কোনো পরিবেশবাদী বা সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে দুই কোটি মানুষের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান না করে। আশা করি, সরকার অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে দিয়ে এই এলালার মানুষের দীর্ঘদিনের আশা আখাংকা বাস্তবতায়ন করবে।’
উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে তিস্তার তীরবর্তী পাঁচ জেলায় পদযাত্রা, সমাবেশ করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এছাড়া তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচিসহ একাধিক বৃহৎ কর্মসূচি পালন করে তারা। এতে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জেগে ওঠে গোটা দেশ।
কেকে/ এমএ