সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, সকল গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ২১ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা শহরের ডিসি মোড়ে জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুনের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক নুর আলম, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ প্রমুখ।
জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
বক্তারা সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচার, সকল গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন, ন্যূনতম মাসিক বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ২১ দফা দাবি জানান।
কেকে/ আরআই