শনিবার, ১ নভেম্বর ২০২৫,
১৭ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১ নভেম্বর ২০২৫
শিরোনাম: জুলাই সনদের প্রয়োজন নেই : মেজর হাফিজ      নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের      জাটকা শিকারে আজ থেকে আট মাসের নিষেধাজ্ঞা      টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস      শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসায় লণ্ডভণ্ড জ্যামাইকা      বিএনপির ওপর দোষ দিতে মরিয়া জামায়াত       বিএনপিতে আবার সক্রিয় হচ্ছে পুরোনো সিন্ডিকেট      
দেশজুড়ে
গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শফিউল্লা মিঠুর ব্যাপক গণসংযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) মোহাম্মদ শফিউল্লাহ মিঠু কড়িহাতা ইউনিয়নের ত্রিমুহনী বাজার ও কবিরের বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে গণসংযোগের সময় স্থানীয় বিএনপি'র শতাধিক নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তিনি বাজারের প্রতিটি দোকানে গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করেন এবং দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। এতে এলাকায় উৎসাহ সৃষ্টি হয় এবং উপস্থিত মানুষের ভিড়ে গণসংযোগটি পথসভায় রূপ নেয়।

বিকাল ৪টার দিকে কড়িহাতা পশ্চিম বাজার থেকে গণসংযোগ শুরু করে তিনি বাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে আসরের নামাজ আদায় করেন। এরপর তিনি ফল বাজার, কাঁচা বাজার, মাছ বাজার, কাপড় বাজার ও মেইন রোড এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি মেজর (অব.) মোহাম্মদ শফিউল্লাহ মিঠু। আমার বাবা ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কাপাসিয়ায় প্রতিষ্ঠাতা। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। আমার বাবা কাপাসিয়া থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কাপাসিয়াকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে কাপাসিয়াবাসীর আশা পূরণে কাজ করব।”

তিনি আরো বলেন, “আগামী দিনে কাপাসিয়ায় বেকারত্ব দূরীকরণে পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন করব। তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। কাপাসিয়ার মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকব।”

গণসংযোগে বিএনপির সম্মানিত নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সন্মানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. আব্দুস সাত্তার, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেনসহ শতাধিক নেতা-কর্মী।

ত্রিমুহনী বাজারের স্থানীয় ব্যবসায়ী মাওলানা মোতাহার হোসেন বলেন, “মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর বাবা ডা. সানাউল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার ছেলেও যোগ্য প্রার্থী। তিনি মনোনয়ন পেলে আমরা সবাই তাকে ভোট দেব।”

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে দলীয় প্রভাবে নিয়ন্ত্রণ করছে : মুজাহিদ মল্লিক
২০ দিনেও সন্ধান মেলেনি পাঁচ নিখোঁজের, জীবননগরে স্বজনদের বিক্ষোভ
রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন : ইসি আনোয়ারুল
রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে খুন
মায়াবতীর ভোজন

সর্বাধিক পঠিত

কক্সবাজারে ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের বর্ধিত সভা অনুষ্ঠিত
আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে মামলার শিকার ইউপি সদস্য
শ্রীমঙ্গলে ট্রেন আটকে অবরোধ
যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে
সালথায় দুর্ধর্ষ চোর ইমদাদ কাজী গ্রেফতার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close