০১
তুমি-
যেখানেই যাও
তোমার পিছে পিছে চইলা যায় আমার পেরেশানি
দুনিয়ায় কী এমন সুন্দর আছে
যে আমি তোমার মুখ ভুইলা যাব
নিমপাতাগুলা হলুদ হয়ে যাইতেছে
মনে হয়, ওশ পড়ে ভিজে আছে বাড়ির রাস্তা
শীতকাল আসতেছে পাখি
এই মৌসুমে ছোট ছোট কাঁথা সেলাইয়ের কথা
আমরা কি-
ভাবতে পারি না?
০২
দু-একটা দিন মনে পড়ে বিবাহের রাত
দু-একটা বিকালে তোমারে প্রথম দেখার মতোই
কাইপা ওঠে বুকের বাতাস
হাটতে হাটতে এতদূর পার হয়ে গেছি
যে কোনো জখম তাও শীতের রইদের মতোই
চকচক করে
দু-একটা রাতে মনে পড়ে আমাদের মেয়েটার নাম
দু-একটা দুপুরে পয়লা রাতেই মতোই
তোমারে ভাবতে ভাবতে লাল হয়ে যায় সমস্ত শরম
কেকে/ এমএ