ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক পরিবার। পরিবারের কর্তা ও কর্ত্রী দুজনেই হালফ্যাশনের। সংসারে আছে ছোট এক বাচ্চা। নাম জনি। জনির মা বিদিশা গুলশান-১ এ শপিং সেরে বাসায় এসেই বলল বাবা জনি, হোমওয়ার্কটা করেছ?
জনি বলল ‘হোমওয়ার্ক করলাম কই? তুমি যাওয়ার পর পাশের ফ্লাটের রিয়া আন্টি আমাদের বাসায় এলে বাবা বলল জনি তুমি একটু খেলাধুলা কর। আমি তোমার আন্টির সঙ্গে একটু দরকারি কাজ করি। আমি তখন পাশের রুমে খেলছিলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম বাবা আর রিয়া আন্টি বিছানায় উঠে খেলাধুলা করছে।
এ কথা শুনে বিদিশা শিশু জনিকে থামিয়ে বলল চুপ চুপ বাবা। আর কোনো কথা নয়। এবার তোমার বাবা ফিরলে তুমি যা দেখেছ, তা আবার ঠিক ঠিক বলবে, কেমন?
হাসান সাহেব বাড়ি ফিরতেই বিদিশা মুখ ঝামটা দিয়ে স্বামীর ওপর রেগেমেগে একসার ‘তোমার মতো একটা লম্পটের সঙ্গে আমি আর সংসার করব না। এ বয়সে ভিমরতিতে পাইছে? ওপরের তলার রিয়া ভাবির সঙ্গে পরকীয়া?
হাসান সাহেব ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, ‘কেন জান, হঠাৎ তোমার মেজাজ সপ্তমে কেন?’
বিদিশা জনিকে বলল ‘বল জনি, কী দেখেছিস গুছিয়ে বল।’
জনি বলল, মা তুমি বাইরে যাওয়ার পর হোমওয়ার্ক নিয়ে বসছিলাম। এমন সময় পাশের ফ্লাটের রিয়া আন্টি এলো। বাবা বলল, ওই রুমে যাও, খেলাধুলা কর। তখন তুমি আর ওপরের তলার হোসেন আঙ্কেল যা করছিলা পরশু, বাবা আর আন্টি দুজনেই তো বিছানায় উঠে সেই রকম খেলাধুলা করছে। আমি পাশের রুম থেকে দেখছিলাম।
কেকে/ এমএস