আজ কতদিন তোমার অপেক্ষায় বসে আছি
তবুও দেখা পাচ্ছি না হয়ে এতো কাছাকাছি
তোমার চোখে নিজের প্রতিচ্ছবি দেখে যে আকাশ
তোমার গোছানো চুল এলোমেলো করে যে বাতাস
সবই আছে, শুধু তুমি নেই
সেই পাখিদের আনাগোনা
সেই মেঘের আলপনা
সবই আছে, শুধু তুমি নেই
জানি না তুমি কেন নেই, হয়ত তুমি ছিলে না কখনোই
হয়ত তুমি জানো, তবে আমার জানা নেই
জানা অজানার এই জানালার একপাশে আমি দাঁড়িয়ে
অস্পষ্টতার মাঝেও তোমায় পেতে আছি হাত বাড়িয়ে
জানি না আজও কী বৃষ্টির রঙে ভেজাও মন
নাকি ব্যস্ততার মাঝে সেই সময় পাওনা এখন
জানি না এখনও কী মন খুলে হাসো
আকাশের দিকে চেয়ে মেঘের সাথে ভাসো
জানি না আজও কি বল পাখিদের সাথে কথা
নাকি জীবনে এখন এসব অযথা
জানি না কার কী জানা আছে কী জানা নেই
আমি শুধু জানি যে, আমার কাছে তুমি নেই।
কেকে/এমএ