বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      
সাহিত্য
হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে ভক্তদের ঢল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের নুহাশপল্লীতে জড়ো হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্ত, শুভানুধ্যায়ী ও স্বজনরা।

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় স্মরণ ও শ্রদ্ধা নানা আয়োজন। সকালে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ। এ সময় পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন লেখকের অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।

শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নুহাশপল্লীর লিচুতলায় প্রজ্বলিত হয় এক হাজার ৭৭টি মোমবাতি, এরপর কাটা হয় কেক। প্রিয় লেখককে স্মরণ করতে কেউ এসেছেন ‘হিমু’র মতো হলুদ পাঞ্জাবি পরে, কেউ হাতে ফুল নিয়ে।

কবর জিয়ারতের পর মেহের আফরোজ শাওন বলেন, “হুমায়ূনের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর বাস্তবায়নে আমরা ব্যর্থ হয়েছি—এই ব্যর্থতার দায় আমি নিচ্ছি। তার স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে, সেটি পূরণে আমরা কাজ করে যাচ্ছি।”

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, “প্রতি বছরই লেখকের জন্মদিনে হাজারো মানুষ নুহাশপল্লীতে ভিড় করেন। আজও ভক্তদের উপস্থিতি সেই একই আবেগে ভরা।”

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার পৈত্রিক বাড়ি একই জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। পিতা ফয়েজুর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা ও লেখক, মা আয়েশা ফয়েজ একজন গৃহিণী।

বগুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে যুক্তরাষ্ট্র থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

একাধারে শিক্ষক, কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক অনন্য জাদুকর হিসেবে পরিচিত। তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরই তিনি পাঠকের হৃদয়ে স্থায়ী স্থান করে নেন।

তার সৃষ্ট অমর চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র ও রূপা—এখনও বাঙালি পাঠকের কল্পনায় বেঁচে আছে। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই কথার জাদুকর। পর দিন তাকে তারই গড়া নুহাশপল্লীর লিচুতলায় দাফন করা হয়।

তার জন্মদিনে আজও ভক্তরা বলছেন, “হুমায়ূন আহমেদ নেই, কিন্তু তার সৃষ্টি বাঙালির হৃদয়ে চিরজাগরুক।”

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  হুমায়ূন আহমেদ   জন্মদিন   নুহাশপল্লী   ভক্তদের ঢল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে
অস্থিতিশীল বিদ্যুৎ খাত : উত্তরণের উপায়
প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বিএনপি যে কথা দেয় সে কথা রাখে : নাসিরুল ইসলাম
বুধবারের আলোচিত ছয় সংবাদ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close