রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ বিশেষ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ডাকাতির প্রস্তুতি, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৫ জন, বকেয়া পরোয়ানাভুক্ত ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রিয়াজ, আক্তার হোসেন, নাজমুল, হেলাল, রাফি, লিমন, স্বপন, ইমন, জাহিদ, আলামিন, নাঈম, মুক্তার, শাকিল, মমতাজ, রিয়াদুল, বাবু, আলাউদ্দিন, চান মিয়া, হাসিবুল ও শাকিল।
অভিযান শেষে মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাবে।
এদিকে, এই ঘটনায় গতকাল রাতেই সেনাবাহিনী আরও ১০ জনকে গ্রেফতার করেছে। তারা বিভিন্ন সামাজিক গ্রুপে গ্রুপ খুলে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।
অন্যদিকে, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে র্যাব-২ সদস্যরা টুনটুন নামে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। তিনি জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই।
র্যাব জানায়, টুনটুনের বিরুদ্ধে মারামারি ও একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার সময় বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, টুনটুনের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে, যার মধ্যে ৬-৭টি হত্যা মামলা অন্তর্ভুক্ত।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ আরআই