বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা : প্রেস সচিব      আজকের আলোচিত সাত সংবাদ      ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে      টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে টাইগারদের প্রয়োজন ১৫০ রান      দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী      সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাল্টাপাল্টি মামলা      ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল      
দেশজুড়ে
মাগুরায় স্বামী-সন্তানকে জড়িয়ে মিথ্যা মামলার অভিযোগ গৃহবধূর
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরায় স্বামী ও সন্তানকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলা এবং বাড়ি-খামার ভাঙচুরের অভিযোগ করেছেন হালিমা খাতুন নামে এক গৃহবধূ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মাগুরা প্রেসক্লাব কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ অক্টোবর সদর উপজেলার বলুগ্রামে জমিজমা নিয়ে সালিশের সময় বাদশা মোল্লা নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হালিমা খাতুন দাবি করেন, প্রতিপক্ষরা তার স্বামী আনোয়ার হোসেন ও ছেলে আবীর হোসেসহ ১৩ জনকে মেরে ফেলার মিথ্যা মামলা করেছে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষরা ১২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এগ্রো ফার্ম ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। এ বিষয়ে তিনি মাগুরা জেলা জজ আদালতে মামলা করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে সদর উপজেলার বলুগ্রামে ক্রয় ও লিজকৃত ১২০ বিঘা জমির উপরে এম ইন এগ্রো নামে একটি কৃষি মৎস ও হাঁস মুরগি পালন এর সমন্বিত খামার গড়ে তোলেন তার স্বামী আনোয়ার হোসেন। মাগুরা শহরের বাড়ি থেকে দূর সম্পর্কের আত্মীয়দের গ্রামে গিয়ে তিনি খামারটি পরিচালনা করতেন। খামার গড়ে তোলার পর থেকে তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ওই গ্রামের কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সময় খামারটি জবরদখল করার চেষ্টা চালায়। নানা রকম জোর জবরদস্তি করে প্রায়ই খামারের ফসল কেটে নিয়ে যায়। বিভিন্ন সময়ে পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করেও তেমন কোন ফল পাননি ওই গৃহবধূ।

গৃহবধূ আরও বলেন, গত ২৩ অক্টোবর ওই গ্রামের হাসেম আলী, আসাদ মোল্লা, হাফিজার মোল্লা, সাঈদ মোল্লা ও আকাশ মোল্লা সহএকাধিক ব্যক্তি তাদের কেটে রাখা ধান জোর করে তুলে নিয়ে যায়। এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করতে গেলে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির হস্তক্ষেপে তার স্বামী আনোয়ার পরদিন সালিশ মীমাংসার শর্তে মামলা না করে ফিরে আসে। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) ওই গ্রামে সালিশ বসলে ধান ফেরত দেয়ার রফা হয়। এ সময় হঠাৎ প্রতিপক্ষরা আনোয়ার হোসেন সহ তার লোকজনের ওপরে হামলা চালায়। এক পর্যায়ে তাদের আত্মীয় বাদশা মোল্লা স্ট্রোক করে মারা যায় বলে তারা জানতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ঘটনার পর খামারে থাকা ৩০০ মন ধানসহ কয়েক লাখ টাকার সম্পদ লুটপাট ও খামারে ভাঙচুর অগ্নিসংযোগ করে প্রতিপক্ষরা। এছাড়া তার স্বামী আনোয়ার হোসেন ও বড় ছেলে আবির হোসেনসহ ১৩ জনকে আসামি করে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেছে প্রতিপক্ষরা। এতে আনোয়ার হোসেন ও তার ছেলেকে পালিয়ে থাকতে হচ্ছে। যার ফলে তিনি এখন একটি শিশুসন্তান নিয়ে মানবতার জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেনের মা রহিমা খাতুন জানান, নিহত বাদশা মোল্লা আমার মামাতো ভাই। ভাগ্নের পক্ষেই তিনি সালিশ মীমাংসা করতে উপস্থিত হয়েছিলেন। হঠাৎ মারামারি বেধে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হার্টে রিং পরানো ছিল। তার মৃত্যুতে আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। অথচ আমার ছেলে ও নাতিকে হত্যা মামলার আসামি করায় আমরা এখন মানবতার জীবন যাপন করছি। আমরা এই ঘটনার সুস্থ তদন্ত ও প্রকৃত আসামিদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মাগুরা সদর থানা থেকে আমরা কোন সালিশ মীমাংসার কথা বলিনি। কেউ অভিযোগ করলে আইনগতভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। নিহত ব্যক্তির পোস্টমর্টেম রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  মাগুরা   মিথ্যা মামলা   অভিযোগ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নবীনগর প্রাথমিক শিক্ষা অফিসে তীব্র জনবল সংকট
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা : প্রেস সচিব
মহম্মদপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
আজকের আলোচিত সাত সংবাদ
ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে

সর্বাধিক পঠিত

নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি
‘বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের দপ্তরগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে’
টানা পাঁচ দিন ভারি বর্ষণের আভাস
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close