বানারীপাড়ায় চাখার সরদার বাড়িতে ভয়াবহ আগুন
সুমন দেবনাথ, বানারীপাড়া (বরিশাল)
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৫২ এএম

ছবি: প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের সরদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দরিকর গ্রামের সরদার বাড়িতে আনুমানিক ৮টার সময় আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরে প্রথমে আগুন লাগছে ঐ ঘরে কোনো লোক ছিল না। তারা ধারণা করেন ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোণের মাধ্যমে আগুন লাগে। সাথে সাথে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয় ও বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসকে কল করা হয়।
আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পরক্ষণে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেকে/এআর