নারায়ণগঞ্জ-৩ আসনের ত্যাগী ও জনপ্রিয় বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে ব্যাপক আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে তিনি নানা অত্যাচার, মিথ্যা মামলা ও হামলার শিকার হলেও আন্দোলন সংগ্রাম থেকে সরে যাননি।
দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আজহারুল ইসলাম মান্নান সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও নিপীড়নের সময় তিনি তাদের পাশে থেকে আইনি সহায়তা ও সাংগঠনিক দিকনির্দেশনা দিয়েছেন।
সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ বলেন, ‘মান্নান সাহেব আমাদের মতো তরুণদের অনুপ্রেরণা। তিনি মাঠে থাকেন, বিপদের সময় সবার পাশে থাকেন। ত্যাগী নেতা হিসাবে তার কোনো বিকল্প নেই।’
মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘দলের সংকটের সময় যেভাবে তিনি কর্মীদের সাহস দিয়েছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। তৃণমূলের প্রত্যাশা আগামী নির্বাচনে মান্নান ভাইকে মনোনয়ন দেওয়া হোক।’
বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী বলেন, ‘মিথ্যা মামলা ও হামলার মধ্যেও তিনি যে স্থির থেকেছেন, তা আমাদের রাজনীতির প্রেরণা। তার নেতৃত্বে সোনারগাঁয়ে বিএনপি আরও শক্তিশালী হবে।’
আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি দলের দুঃসময়ে যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনি থাকব। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে জীবন দিতে হলেও দিব রাজপথ ছাড়ব না।’
দলীয় সূত্রে জানা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সোনারগাঁয়ে বিএনপির মনোনয়ন দৌড়ে তার অবস্থান এখন সবচেয়ে আলোচিত ও শক্তিশালী পর্যায়ে রয়েছে।
কেকে/বি