পটুয়াখালীর গলাচিপায় সমিতির নামে বিএনপি নেতা আশ্রাব মোল্লাসহ একটি সঙ্ঘবদ্ধ ভূমি দালাল চক্র জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় ভূমিহীনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরবিশ্বাসের চরবাংলা বাজারে একই গ্রামের ২৩০ পরিবারের পক্ষ থেকে শত শত অসহায় ভূমিহীন পরিবারের অংশগ্রহণে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. বশির হাওলাদার, মাও. আ. রব খান, সালমা বেগম, নুরমোহাম্মদ শিকদার ও মো. মোক্তার হোসেন হাওলাদার।
এ সময় বক্তারা বলেন, ভূয়া সমিতির নাম ভাঙিয়ে ভূমি দালাল চক্রের মূল হোতা বিএনপি নেতা আশ্রাব মোল্লা, কথিত সমিতির সভাপতি মো. সেরাজ খান, জালাল তালুকদার, মজিবর হাওলাদার, ফারুক মীর ও সাহাবুদ্দিন তালুকদার এরা জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৩০ অসহায় ভূমিহীন প্রতিটি পরিবারের কাছ থেকে এককালীন ১৩ হাজার ৫ শত টাকা করে ৩১ লাখ ৫ হাজার টাকা নেয়।
পরবর্তীতে বিভিন্ন অজুহাতে গত কয়েক বছর ধরে ধাপে ধাপে আরও অনেক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়। কিন্তু তাদের কাউকেই জমি না দিয়ে টাকা আত্মসাৎ করে। তাই প্রতারণার নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়।
শুধু তাই নয়, বর্তমানে সরকার কর্তৃক ১৪৩২-১৪৩৩ অর্থ বছরে ২৩০ একর জমি একসনা খাস খাজনা প্রদানের মাধ্যমে ২৩০টি ভূমিহীন পরিবার ভোগদখল করে আসছেন। তাদের ভোগদখলীয় জমি ভূমি অফিসকে ভূল বুঝিয়ে তাদের নামের একসনা ইজারা বাতিল করার চেষ্টায় জমি জবরদখল করার পায়তারা করছে।
এই জমিকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে একটি সিভিল আপিল হয় যার নম্বর ৩৮২৮/২০২৫ দেওয়ানি আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ মে ২০২৫ একটি অন্তবর্তীকালীন ষ্টে আদেশ ও নির্দেশনায় বলা হয় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষ্টে আদেশ বলবৎ থাকবে।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেকে/বি