বাহুবলের রশিদপুরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় নগদ টাকা, জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ীকে আটক করা হয়।
সোমবার (অক্টোবর) রাত সাড়ে ৭ টায় রশিদপুর চা বাগানস্থ কালি মন্দির সংলগ্ন রাস্তার উপর জুয়ার আস্তানায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হচ্ছে, রমেশ সবর (৩৬), রামচরন দাস (৫৩), সুবাস ভৌমিক (৩৫), রিয়াজ মিয়া (২৪),
আকাশ সাওতাল (২১), তাপশ কুর্মী (২৮)।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানায়, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
কেকে/বি