কুমিল্লায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় র্যালি ও সমাবেশ হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। শেষে হয় চান্দিনার পালকি সিনেমা হলের সামনেয়। এর আগে বাস স্টেশন এলাকার একটি মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তৌহিদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ।
এ ছাড়াও কুমিল্লা উত্তর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেয়।
কেকে/এআর