পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ভিত্তিক যুবনেতৃত্বাধীন এডভোকেসি ক্যাম্পেইন ‘ঘরের মধ্যে একটি গাছ, সবুজ হোক পরিবার’।
সোমবার (২৭ অক্টোবর) গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় সাঘাটা উপজেলার উদয়ন স্বাবলম্বী সংস্থার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় যুব সংগঠন Climate Change Maker Gaibandha। এটি ছিল আন্তর্জাতিক সংগঠন The Earth কর্তৃক আয়োজিত Gender, Climate Advocacy and Leadership Training-।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, ৪ নম্বর মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লায়ন ও সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, The Earth-এর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ‘পরিবেশ রক্ষায় পরিবার থেকেই উদ্যোগ নেওয়া দরকার। প্রতিটি ঘরে অন্তত একটি গাছ রোপণ করলে তা শুধু পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য উপকার বয়ে আনবে।’
আয়োজকরা জানায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করা ও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়া হয়েছে।
ক্যাম্পেইনের শেষে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘোষণা দেন যে, ‘পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পরিষদের সঙ্গে যৌথভাবে কাজ করতে যুব সংগঠনের সদস্যদের নিয়ে একটি ইউনিয়ন পরিবেশ কমিটি গঠন করা হবে।’
এই উদ্যোগের মাধ্যমে সাঘাটার তরুণ সমাজ পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
কেকে/বি