ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়া খেলার সাথে জড়িত থাকার অভিযোগে আবু হায়াত ও ফারুক হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার রাতোর এলাকায় ডুমুর কালি মেলা চলাকালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড ও খেলার সরঞ্জামসহ জুয়ার সঙ্গে জড়িতদের আটক করে পুলিশ। পরে শনিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আরাজি ফকদনপুর গ্রামের হবিবর রহমানের ছেলে আবু হায়াত এবং একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন।
এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দুইজনকে ৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, দণ্ডিত দুইজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ আরআই