কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে চাকরিপ্রার্থীদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ছাত্র জনতার ব্যানারে বিক্ষুব্ধরা ওই অফিস ঘেরাও করে। পরে বিক্ষোভ শেষে অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় তারা নিয়োগ পরীক্ষা বাতিল ও সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেন।
জানা যায়, গত শুক্রবার সকালে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর আগের রাতে এবং শুক্রবার সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামের নিজ বাসা থেকে বেশ কয়েকজন নারী-পুরুষকে ফাইল হাতে বের হতে দেখা যায়। সাংবাদিকরা ছবি ও বক্তব্য সংগ্রহের চেষ্টা করলে তারা পালিয়ে যান। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়।
স্থানীয়দের অভিযোগ, আরএমও হোসেন ইমাম নিয়োগ পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেন। এতে একটি প্রভাবশালী চক্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এর আগে, শুক্রবার রাতে আরএমও হোসেন ইমাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার করেছেন।
কেকে/ আরআই