মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা রফি উদ্দিন আহমেদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বাজারের নিরাপত্তা প্রহরী প্রথমে আগুন দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে কিছু দোকানদার ছুটে এসে আগুন জ্বলতে দেখে তা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করলে এলাকাবাসী বাজারে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
বাজার কমিটির সদস্যরা জানান, অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র—এ নিয়ে তারা জরুরি সভা করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেকে/ আরআই